মো: জাহিদ আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সালাম শেখ (৪৫) নামে এক ভুয়া র‌্যাব সদস্যকে আটক করেছে র‌্যাব-৫। শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার আহম্মেদপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রোববার সকালে তার নামে চাঁদাবাজির মামলা দিয়ে নাটোর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটক সালাম শেখ বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
এ বিষয়ে র‌্যাব-৫, সিপিসি-২ এর কমান্ডার শিবলী মোস্তফা জানান, সম্প্রতি কতিপয় অসাধু চক্র র‌্যাবের ভাবমূর্তি নষ্ট করার জন্য র‌্যাবের পরিচয় দিয়ে চাঁদা দাবি, বিভিন্ন মামলার আসামীদের হুমকি প্রদান করে অবৈধভাবে টাকা আয় করছে। অভিযোগ রয়েছে, সালাম শেখ নিজেকে র‌্যাব-৫এর সদস্য হিসেবে দাবী করে নাটোর শহরের কানাইখালি মহল্লার পরেশ চন্দ্র ঘোষের ছেলে প্রণব কুমার ঘোষ ও একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আবুল কালামকে মাদক ব্যবসায়ী হিসেবে আটক করা হবে বলে ভয়ভীতি প্রদর্শন করে হুমকী দেয়। পরে তাদের কাছে ৭৫ হাজার টাকা চাঁদা দাবী করে। ভয়ে পরেশ চন্দ্র ঘোষ ও আবুল কালাম প্রথম দফায় সালাম শেখকে ৭০ হাজার টাকা প্রদান করে। দ্বিতীয় দফায় পাঁচ হাজার টাকা শনিবার রাতে পরিশোধ করার কথা বলে বিষয়টি তারা গোপনে র‌্যাবকে জানালে ওই রাতেই র‌্যাব-৫ এর একটি টীম তাকে আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *