কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে নানা আয়োজনে এনটিভির ১৫ বছর পুর্তি পালিত হয়েছে। এনটিভি দর্শক ফোরামের আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায় কুড়িগ্রাম জেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে জেলা পরিষদ হলরুমে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোঃ জাফর আলী। এ সময় এনটিভির ১৫ বছর পুর্তি ও ষোল বছরে পর্দাপন উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, কুড়িগ্রাম আলিয়া-কামিল মাদ্রাসার অধ্যক্ষ নুর বখত মিয়া, দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক এসএম ছানালাল বকসী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু সাইদ লোবান, জেলা পরিষদ সদস্য মাহবুবা বেগম লাভলী, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী ফাল্গুনী তরফদার, হ্যাপী, বিএনপি নেতা ইদ্রিস আলী, এসএম আশরাফুল হক রুবেল, ছাত্রলীগ সভাপতি রাকিবুজ্জামান রাকিব, ছাত্রদল সিনিয়র সহসভাপতি শাহ্ মোঃ আলামিনসহ অতিথি বৃন্দ।পরে এনটিভির ১৫ বছর পুর্তি ও ষোল বছরে পর্দাপন উপলক্ষে কেক কাটেন অতিথিরা।