নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে পুকুরে ডুবে এ্যামি খাতুন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার কদিমচিলান ইউনিয়নের চাঁদপুর গ্রামের আজিজ খাঁর মেয়ে ও চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী। প্রতিবেশীরা জানান, সকাল ১১টার দিকে রহমান সরকারের পুকুরের কিনারায় গোসল করতে গিয়ে গভীর পানিতে ডুবে যায় সে। পরে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।