নাগেশ্বরী প্রতিনিধি #
কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশ গতকাল সোমবার ৯জুলাই গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও চোরাকারবারী অভিযান চালিয়ে হাসনাবাদ ইউনিয়নের খামার হাসনাবাদের ইয়াবা ব্যবসায়ী আবদার ডাক্তারের ছেলে মোঃ শফিয়ার রহমান সুমনকে ১৮৫পিস ইয়াবা সহ আটক করেছে। অপরদিকে উপজেলার রামখানা ইউনিয়নের ধনিগাগলায় অভিযান চালিয়ে ২১ বোতল ফেনসিডিল আঃ গাফ্ফার ও অনন্তপুরের মিলনকে গ্রেফতার করেছে।