স্টাফ রিপোর্টার:
বন্দরে ১শ’৫৫পিছ ইয়াবাসহ ৪মাদক ব্যবসায়ীকে আটক করেছে বন্দর থানা ও ফাঁড়ি পুলিশ।রোববার রাতে পুলিশের পৃথক অভিযানে এদের গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন,বন্দর ছালেহনগর এলাকার মাসুদ মিয়ার ছেলে হৃদয় (২২),নবীগঞ্জ পূর্বপাড়া এলাকার মৃত মোঃ আলীর ছেলে নাজির,চিড়াইপাড়া এলাকার ফজলুল হকের ছেলে মোঃসোহেল,ধামগড় এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে মোঃ মোস্তফা। এব্যাপারে বন্দর থানায় মাদক আইনে আলাদা ৪টি মামলা এন্ট্রি করা হয়েছে। জানা গেছে, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে বন্দর থানা এস আই হানিফ ও এ এস আই জাকিউলের নেতৃত্বে ধামগড় সেনেরবাড়ী এলাকা হতে মোস্তফাকে ৫৫পিছ ইয়াবা এবং এ এস আই শহিদুজ্জামানের নেতৃত্বে চিড়াইপাড়া এলাকা হতে সোহেল নামে আরো এক মাদক ব্যবসায়ীকে ২৫পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। একইরাতে বন্দর পুলিশ ফাঁড়ির এস আই মোহাম্মদ আলী,এএস আই বিরাজ মিয়া ও সোহেলের নেতৃত্বে নবীগঞ্জ পূর্বপাড়া হতে নাজিরকে ৫৫পিছ ও ছালেহনগর হতে হৃদয়কে ২০ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃতদের সোমবার দুপুরেই নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।