ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সবুজ সার হিসেবে ধৈঞ্চা প্রদর্শনীর মাঠ দিবস দলদলী ইউনিয়নের আদাতলার মধুপুর গ্রামে সোমবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীতে উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি দপ্তরের এস.এ.এ. ও আবুল কাশেম, মজিবুর রহমান, সিনিয়ন সাংবাদিক এম.এস.আই শরীফ, মুকুল মিয়া, কৃষক নেজাম আলীসহ অন্যন্যা কৃষকগণ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার বলেন, এ ধৈঞ্চা চাষের ফলে সবুজ সার হিসেবে জমিতে জৈব সার হিসেবে যোগ হয়,জমির উর্ব্বর ক্ষমতা বৃদ্ধি পায়, জমির প্রাণশক্তি বৃদ্ধি করাসহ জমির ফসলের উৎপাদন বৃদ্ধি হয়।