কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ৩ লাখ ২৪ হাজার ৭০৪জন শিশুকে টার্গেট করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের পূর্ব কল্যাণ কমিউনিটি ক্লিনিকে কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা: রেজিনা বেগম, সদর হাসপাতালের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: নজরুল ইসলাম প্রমুখ।
এবারে জেলায় ১ হাজার ৮৭৩টি কেন্দ্রে ৩ লাখ ২৪ হাজার ৭০৪জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১মাস বয়স পর্যন্ত ২ লাখ ৮৯ হাজার ৮৮৯ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস পর্যন্ত ৩৪ হাজার ৬১৫ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল রয়েছে। ক্যাম্পেইনে ২২৮ জন সুপাভাইজার, ২৩৮জন পরিবার-পরিকল্পনা কর্মী এবং ৪ হাজার ১৯২ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক সহযোগিতা করে। এছাড়াও ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানো বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে।