এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :
‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের খানসামাশ তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে খানসামা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
পরে তিনি মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এরপর উপজেলা নির্বাহী অফিসার আহম্মেদ মাহবুব-উল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যদদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী’র সহধর্মিনী মিসেস শাহীন আলী,উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ,উপজেলা কৃষি অফিসার আফজাল হোসেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ মোঃ আব্দুল জব্বার,সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন সহ প্রমূখ।