লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার হরিদাস টেপারহাট বাজার সংলগ্ন মৎস খামার থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের কারনে লক্ষ লক্ষ টাকার মাছ মারা গেলেও প্রশাসন নির্বিকার।
জানাগেছে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের হরিদাস ( টেপারহাট ) বাজার সংলগ্ন মৎস খামারের বিল থেকে ওই এলাকার দেলদার হোসেনের পুত্র ফারুখ ও ফরিদুল অবৈধভাবে বালূ উত্তোলন করছে । দীর্ঘ ১মাস থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করার ফলে লক্ষ লক্ষ টাকার মাছ মরে যাচ্ছে এবং একটি ব্রীজ হুমখির মুখে পড়েছে। অভিযোগটি করেছেন একই এলাকার ফজলুল হকের পুত্র আঃ রাজ্জাক। তারা অনতি বিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবী জানিয়েছেন। এলাকাবাসী জানান, এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করার জন্য প্রশাসনকে অভিযোগ করে আসলেও অজ্ঞাত কারনে তারা ব্যবস্থা গ্রহন করেনি। এব্যাপারে সারপুকুর ইউপি চেয়ারম্যান আজিজুল হক প্রধান বলেন, বালু তোলা সম্পুর্ন বেআঈনি। উপজেলা নির্বাহী অফিসারকে বলে ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে বালু উত্তোলন কারীরা বলেন, প্রশাসনকে ম্যানেজ করেই বালু উত্তোলন করছি। এ ব্যাপারে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের সাথে ১৬ জুলাই ৩টা২৯ মিনিটে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করলে তিনি মোবাইল রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন