নাগেশ্বরী প্রতিনিধি ঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে বেসরকারী সংস্থা আশা’র আয়োজনে আরডিআরএস ভবনে দিনব্যাপি বিএম সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এম.আনসারুল করিম- ডিভিশনাল ম্যানেজার রংপুর,বিশেষ অতিথি মোশাররফ হোসেন-এডিশনাল ডিভিশনাল ম্যানেজার রংপুর,আবু বক্কর সিদ্দিক- অডিট ম্যানেজার লালমনির হাট জেলা। এ ওয়াই এম মতিয়ার রহমান সিডিএম এর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন মামুনুর রশিদ-এসআরএম নাগেশ্বরী অঞ্চল ,সাইদুর রহমান-আরএম ফুলবাড়ী অঞ্চল,মাসুদ দাদ খান-আরএম ফুলবাড়ী অঞ্চল,এএসই সহ জেলার সকল বিএম গন। বক্তারা বলেন আশা জেলায় ক্ষুদ্র ঋন কার্যক্রমের পাশাপাশি সামাজিক কার্যক্রমসহ শিক্ষা,স্বাস্থ্য,স্যানিটেশন ফিজিওথেরাপি কার্যক্রম পরিচালনা করছে। আশা বর্তমান সরকারের উন্নয়নের অগ্রগতিতে আরও বেগবান করতে কাজ করছে।, জেলারবজনগন যেন সহজে আশার ঋন সুবিধা গ্রহন করে কৃষি,ব্যবসা সহ তথ্য প্রযুক্তিতে নতুন উদ্যোক্তা সৃষ্টি করে জীবন মান উন্নয়নে কাজ করতে পারে এই প্রত্যাশা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *