স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রাম জেলার অর্থনৈতিক রাজধানী হিসাবে খ্যাত ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সোনাহাট দাখিল মাদ্রাসায় সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে ৮৭০ জন আর ভোটারের মধ্যে ৮৩৯ জন ভোট প্রদান করে। হামিদুল ইসলাম (ছাতা) ৫০৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী আনোয়ার হোসেন ভোট পেয়েছেন ৩৩০। সাধারণ সম্পাদক পদে আব্দুল বাতেন ৪৪০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোজাম্মেল হক পেয়েছেন ৩৫৪ ভোট। অন্যান্য নির্বাচিতরা হলেন সহঃ সভাপতি পদে আশরাফুল (চাকা),সহঃ সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম(মই),সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মানিক উদ্দিন (বাঘ) নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মোট ১৩ টি পদের মধ্যে ৮ টি পদে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ার পর বাকী ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন আব্দুর রাজ্জাক,আব্দুল আজিজ ব্যাপারী ও আবুল হোসেন ব্যাপারী। অন্যান্যদের উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্Íরের সহকারী পরিচালক মোঃ আব্দুল লতিফ সরকার।