আরমান,ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)থেকেঃ
এইচ,এস,সি পরীক্ষার ফলাফলে পাশের হার আটবার উপজেলার শীর্ষে ভুরুঙ্গামারীর সোনাহাট ডিগ্রী মহাবিদ্যালয়।
জানা যায়, উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের সোনাহাট ডিগ্রী মহাবিদ্যালয়টি ২০০৪ সালে এম,পিও ভুক্তি পাওয়ার পর আটবার পাশের হার উপজেলার শীর্ষ স্থান লাভ করে। গত তিন বছর থেকে একটানা প্রথম স্থান অর্জন করছে প্রতিষ্ঠানটি। এছাড়াও কলেজটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বাবুল আকতার এ পযর্ন্ত দুই বার উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এবারের এইচ,এস,সি পরীক্ষার ফলাফলে উপজেলার পাঁচটি কলেজের মধ্যে সোনাহাট ডিগ্রী মহাবিদ্যালয়ে পাশের হার ৮৬.৫৪% জিপিএ-৫ দুইজন, ভুরুঙ্গামারী ডিগ্রী কলেজ ৬৪.৭২%জিপিএ-৫ দুইজন, বলদিয়া কলেজ ৫৭%জিপিএ-৫ একজন,ভুরুঙ্গামারী মহিলা ডিগ্রী কলেজ ৫৫.৪৪%জিপিএ ৫ শুন্য,মইদাম মহাবিদ্যালয় ৫৫%। উল্লেখ্য সোনাহট ডিগ্রী মহাবিদ্যালয়টি এক মনোরম পরিবেশে পরিচালিত। প্রতিষ্ঠানটিতে একটি এসি করা মসজিদ রয়েছে। এটিতে ছাত্র শিক্ষক সহ আশপাশের মুছুল্লিরা পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করেন । এছাড়াও পাঠদান কক্ষসহ পুরো কলেজটি সি,সি ক্যামেরা দ্বারা পরিলক্ষিত। অফিস কক্ষের সামনে চার রঙ্গা একটি পানির ফোয়ারা চলমান যা দৃষ্টি কারার মত দৃশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন