চিরিরবনদর (দিনাজপুর) সংবাদদাতাঃ
জুয়া খেলার অপরাধে দিনাজপুরের চিরিরবন্দরে ৬ জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে চিরিরবন্দর সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মেজবাউল করিম। ১৬ জুলাই সোমবার দুপুর ২টায় গোপন সংবাদের চিরিরবন্দর থানা পুলিশ উপজেলার পুনট্টি ইউনিয়নের গমিরাহাটের পার্শ্বে মতিলালের বাঁশঝাড়ে অভিযান চালিয়ে পুনট্টি গ্রামের রাজবংশী পাড়ার অমল চন্দ্র রায়ের পুত্র নাথুরাম রায় (৩৫) ও গোবিন্দ চন্দ্র রায়ের পুত্র ধনঞ্জয় রায় (৩৮), একই গ্রামের চেয়ারম্যান পাড়ার মৃত রায়কান্ত রায়ের পুত্র মতিলাল (৫৫), নাপিত পাড়ার শরত চন্দ্র রায়ের পুত্র কনক রায় (৪০), লিটন রায় (২৫) ও শ্যামল চন্দ্র রায় (২২) কে আটক করলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আটককৃতদের খেড়কাটি বাজারে ভ্রাম্যমান আদালতে মথুরাম, লিটন, ধনঞ্জয়, কনক ও শ্যামলকে ১০দিন করে বিনাশ্রম কারাদন্ড ও মতিলালকে ৪ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।