ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ যথাযথভাবে পালিত হয়েছে। এলক্ষ্যে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর হতে ছাত্রছাত্রী, মাছচাষী, মৎস্যজীবি, মাছ বিক্রেতা ও সুধীজনদের সমন্বয়ে ব্যানার ফেষ্টুন সহযোগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, জেলা মহিলা সদস্য হোসনে আরা পাখি, অফিসার ইনচার্জ ফাছির উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল হক। ‘স্বয়ং সম্পুর্ণ মাছের দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার তানজিমুল ইসলাম। উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার নিলুফা ইয়াসমিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মৎস্যচাষী মশিউর রহমান, মৎস্যজীবিদের মধ্যে মুনজুর হোসেন। জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা শেষে শ্রেষ্ট মৎস্যচাষী ও মৎস্যজীবিদের পুরস্কৃত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন