কুড়িগ্রাম প্রতিনিধিঃ২১.৭.১৮
কুড়িগ্রাম-৩ শূন্য আসনের উপ-নির্বাচন উপলক্ষ্যে জেলা পর্যায়ে মত বিনিময় সভা শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ,রংপুর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আনওয়ার হোসেন,রংপুর ভারপ্রাপ্ত উপ-মহা পুলিশ পরিদর্শক বশির আহম্মদ পিপিএম(বার),জেলা পুলিশ সুপার মেহেদুল করিম,রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জিএম সাহাতাব উদ্দিন প্রমুখ। মত বিনিময় সভায় কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী এম,এ মতিন ও জাতীয় পার্টির প্রার্থী ডাঃ আক্কাছ আলী সরকার পরস্পরের বিরুদ্ধে হামলা ও পাল্টা হামলার অভিযোগ করেন। এ সময় জাতীয় পার্টির প্রার্থী ডাঃ আক্কাছ আলী সরকার অভিযোগ করে বলেন,তার নির্বাচনী প্রচারনায় আওয়ামীলীগ সমর্থকরা বাঁধা প্রদান করছে। তারা উপজেলা জাপা কার্যালয় ও তার গাড়ী বহরে হামলা ও ভাংচুর রকরে। এ সময় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন বলে অভিযোগ করা হয়। এছাড়াও নির্বাচনী পরিবেশ অনুকুল না থাকায় তিনি নির্বাচন বর্জনের হুমকি দেন। অপরদিকে আওয়ামীলীগ প্রার্থী এম,এ,মতিন অভিযোগ করে বলেন জাপা প্রার্থী বহিরাগত লোকজন এনে নির্বাচনী এলাকায় আতংক সৃষ্টি করেছেন। তার কর্মীদের উপর হামলা,পোস্টার ছেড়া,জোর করে কর্মীকে জাতীয় পার্টির পক্ষে কাজ করানোর জন্য চাপ সৃষ্টি সহ সাধারণ ভোটারদের অর্থের বিনিময়ে ভোট কেনার অভিযোগ করেন তিনি। এ নিয়ে মামলা করা হয়েছে। এছাড়া গত বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় পার্টির সমর্থকরা তার ছেলের উপর হামলা করেছে বলেও জানান তিনি। নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম জানান,পরিবেশ যদি উত্তপ্ত হয়ে যায় তাহলে প্রশাসন,নির্বাচন কমিশন এবং আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী সেখানে কাজ করবে। ভোটের সুষ্ঠ পরিবেশ তৈরিতে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। ভোটাররা যাতে নিরাপদে ভোট দিতে পারে আমরা সেই ব্যবস্থা গ্রহন করবো। মত বিনিময় সভায় প্রশাসনের লোকজন ছাড়াও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন,সাধারণ মানুষের মধ্যে সুষ্ঠু নির্বাচন বিষয়ে যে নেতিবাচক ধারণা রয়েছে,আমরা তা পাল্টাতে চাই। নির্বাচন কমিশন যেকোন মুল্যে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।