নাগেশ্বরী থেকে মসলেম উদ্দিনঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লী বিদ্যুৎ এর নুতন লাইন র্নিমানসহ বিভিন্ন সংযোগ নিতে কৃত্রিম সংকট সৃষ্টি করে ব্যাপক দুর্নীতি,অনিয়ম এবং ঘুষ গ্রহন করে গ্রাহকদেরকে হয়রানী করা হচ্ছে।
অভিযোগে জানা গেছে নুতন লাইন র্নিমানের জন্য নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের দক্ষিণ রতনপুর ও পশ্চিম সাপখাওয়া গ্রামের ১৪০জন ব্যক্তির কাজ থেকে একটি প্রতারক চত্রু প্রায় ৩ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে বিভিন্ন পন্থায়। কিন্ত দীর্ঘ দিন অতিবাহিত হলেও বিদ্যুৎ পাচ্ছেনা ঐ গ্রামের ভুক্তভোগী মহল। ফলে গত ১৫জুলাই/১৮ মোঃ জাকির হোসেনসহ ৫জন বাদী হয়ে সংশ্লিষ্ট দপ্তরে এর প্রতিকার চেয়ে অভিযোগ করেছে। সরকার কুড়িগ্রাম জেলাকে শতভাগ বিদ্যুৎ এর আওতায় এনে কাজ শুরু করায় নাগেশ্বরী পল্লীবিদ্যুৎ এর সহযোগীতায় একটি প্রতারক চত্রু গ্রামে গ্রামে গিয়ে সাদারণ মানুষকে ভুল বুঝিয়ে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা বলে জনপ্রতি ৬ থেকে ৭ হাজার টাকা উত্তোলন করে ভাগবাটোয়ারা করে আত্মসাত করছে। আর এসব কাজে সহযোগীতা করছে পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তা/কর্মচারীরা। বিভিন্ন অভিযোগ পাওয়ার পরও কোন প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় প্রতারক চত্রুটি দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে।