নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলার লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১১টায় কলেজের সভাপতি, গভনিং বডি ও লালপুর থানা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে কলেজ চত্তরে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

নবীন বরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নাটোর- ১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ এমপি।

এছাড়াও বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্যের সহধর্মিনী উম্মে তৌহিদা আক্তার বানু, উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, লালপুর থানার অফিসার ইনর্চাজ নজরুল ইসলাম (জুয়েল),থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী, লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ তপন কুমার রায় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *