রাণীশংকৈল (ঠাকুরগাও) সংবাদদাতা ঃ
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে ২৬শে জুলাই বাই সাইকেলে বাংলাদেশের ৬৪টি জেলা ভ্রমণ করায় মোঃ আহসান হাবীবকে রাণীশংকৈল উপজেলা শাখা আসক’র পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সে গত ২রা এপ্রিল ভ্রমন যাত্রা শুরু করে সারা বাংলাদেশ ভ্রমন শেষে জাতীয় প্রেস ক্লাব’র সামনে ১২ জুলাই করেন ভ্রমন শেষ করেন। ১৫ জুলাই তিনি বাড়িতে ফিরে আসেন।
আইন সহায়তা কেন্দ্র(আসক) ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহকারী পরিচালক মুজিবর রহমানের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মোঃ আইনুল হক প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সঞ্জয় দেবনাথ, আসকের রাণীশংকৈল উপজেলা শাখা সভাপতি বকুল মজুমদার, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, শিশু ও মহিলা সম্পাদিকা শিরিন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, অনলাইন প্রেস ক্লাব সহ-সভাপতি ফারুক আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ সেতাউর রহমান।
আহসান হাবিবকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় এবং তার সারা বাংলাদেশ সফর সফল করার জন্য ক্রেষ্ট উপহার দেওয়া হয়।
আহসান হাবীব ঠাকুরগাও জেলার রাণীশংকৈল রংপুরিয়া বাজারের আইনুল হকের ছেলে।