ঝালকাঠি প্রতিনিধি::
বরিশাল রেঞ্জ ডিআইজি’র সম্মেলন কক্ষে রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম সভাপতিত্বে ২য় ত্রৈমাসিক (এপ্রিল-জুন/২০১৮) অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান পিপিএম-সেবা “শ্রেষ্ঠ সার্কেল ও স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং অফিসার” হিসেবে নির্বাচিত হয়। এসময় ঝালকাঠি পুলিশ সুপার মো:জোবায়েদুর রহমান সহ অন্যন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এমএম মাহমুদ হাসান ঝালকাঠিতে যোগদান করার পর থেকেই সাধারণ মানুষের পুলিশি সেবা দিয়ে শুনাম অর্জন করে আসছেন।