মনিরুল ইসলাম মিলন, কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় গ্রাম্য বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধনী অনুষ্ঠান আজ শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকায় কুড়িগ্রাম জেলার প্রস্তাবিত কচাকাটা উপজেলার শিংগীমারী গ্রামে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য ও বল্লভেরখাষ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল জলিল সরকার, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের বল্লভেরখাষ ইউনিয়নের সভাপতি এস এম রাজ্জাক, কেদার যুবলীগের সভাপতি আমীর হোসেন আমু, সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, সাংবাদিক মনিরুল ইসলাম মিলন প্রমুখ।
প্রধান অতিথি ও উদ্বোধক আব্দুল জলিল সরকার বলেন আওয়ামী লীগ সরকার প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দিচ্ছে। এ সরকার জনগণের উন্নয়নের জন্য দিন-রাত কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুল মতিন প্রধান, উপাধ্যক্ষ গোলেরহাট ফাজিল (বিএ) মাদ্রাসা।