রাণীশংকৈল (ঠাকুরগাও) সংবাদদাতা ঃ ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের গৌরব উজ্জল সাফল্যময় ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ২৮ জুলাই বিকালে পালন করা হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালী শেষে চৌরাস্তা মোড়ে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নওরোজ কাওসার কানন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মুহাঃ সাদেক কুরাইশী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারী সংগঠনের সংগঠক ৩০১ সাংসদ মোছাঃ সেলিনা জাহান লিটা। গেষ্ট অব অনার উপজেলা আ’লীগ সভাপতি সইদুল হক। ভারপ্রাপ্ত উপজেলা সম্পাদক তাজউদ্দিন, ঠাকুরগাও জেলা আওয়ামী স্বে^চ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ মোঃ এ্যাপোলো, রাণীশংকৈল মেয়র আলমগীর সরকার। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সুনাম। অনুষ্ঠান সঞ্চালন করেন মোঃ সোহেল রানা সোহেল।