মোহাম্মদ মানিক হোসেন,চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে কমিউনিকেশন স্ট্রাটেজি বাস্তবায়ন ও পরিবীক্ষন বিষয়ক সঞ্জীবনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই শনিবার সকাল ১০টায় উপজেলা শিক্ষা অফিস আয়োজিত উপজেলা শিক্ষা ভবন অডিটোরিয়ামে দিনব্যাপী কর্মশালায় শিক্ষাকে আরো বাস্তবমূখী ও যুগোপযোগী করতে কমিউনিকেশনের গুরুত্ব তুলে ধরা হয়। কর্মশালায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, অভিভাবক মিডিয়া কর্মীসহ মোট ৪০ জন অংশগ্রহন করেন। এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষনা কর্মকর্তা নিরঞ্জন কুমার রায়, দিনাজপুর সহকারী প্রাথমিক জেলা শিক্ষা অফিসার মোঃ আহসান হাবীব, সাইফুজ্জামান, চিরিরবন্দর উপজেলা শিক্ষা অফিসার এম,জি,এম সারোয়ার হোসেন, শিক্ষা অধিদপ্তর সংলগ্ন উপজেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল আলম উপস্থিত ছিলেন।