ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা ঃ
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে রেজওয়ানুল হক চৌধুরী শোভন নির্বাচিত হওয়ায় তার নিজ উপজেলা ভূরুঙ্গামারীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে সভাপতি ঘোষণার পরপরই রাত ১১ টায় ভূরুঙ্গামারীতে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা প্রধান মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করে। বুধবার সকালে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ এবং দুপুরে বায়তুল ইসলাম জামে মসজিদে প্রধান মন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও কৃতজ্ঞতা জানিয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শোভনের বাবা ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামীলীগের সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী , সভাপতি শাহজাহান সিরাজ, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক মন্টু, উপজেলা যুবলীগের সভাপতি- সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা শোভনকে সভাপতি নির্বাচিত করায় মাননীয় প্রধান মন্ত্রীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *