ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গতকাল বৃহস্পতিবার দুপুরে ৭টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।
জানাগেছে, ভারতীয় গরু পাচারকারীরা ভুরুঙ্গামারী বাজারের পাশে মফিজ, নজরুল ও সোলাইমান এর বাড়িতে ভারতীয় গরু লুকিয়ে রাখে। বাগভান্ডার বিজিবি গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে ৭টি গরু আটক করে ক্যাম্পে নিয়ে যায়। গরু গুলোর আনুমানিক মূল্য ৪ লাখ টাকার উপরে বলে জানাগেছে। বাগভান্ডার বিজিবির কোম্পানী কমান্ডার ফোরকান গরু আটকের সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, ভারতীয় গরু আটকের কারনে সীমান্তে চোরাচালান যেমন কমেছে তেমনি সীমান্ত হত্যাও প্রায় বন্ধ হয়ে গেছে।