এইচ,এম ইমরান, ঝিনাইদহ :
ট্রাফিক সেবা সপ্তাহ পালন উপলক্ষে ঝিনাইদহের বারবাজার হাইওয়ে থানা পুলিশ অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২০ টি মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে হাইওয়ে পুলিশের সাথে রোভার স্কাউট দলের সদস্যরা অংশ গ্রহণ করে।
বারবাজার হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম জানান, ট্রাফিক সপ্তাহ উপলক্ষে বারবাজার হাইওয়ে থানা পুলিশ রোভার স্কাউট দলের সদস্যদের সাথে নিয়ে দিনব্যাপী ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালান। এ সময় বাস, মটর সাইকেলসহ বিভিন্ন প্রকার যানবাহনের রেজিস্ট্রেশন, ইন্সুরেন্স ও চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে ২০ টি মামলা দায়ের করা হয়। তিনি অরো বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।