ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাট পোল্লাডাংগা ফুটবল প্রতিযোগিতা কমিটি আয়োজিত চুড়ান্ত স্বর্ণকাপ ফুলবল খেলায় শনিবার পঞ্চানন্দপুর ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। পোল্লাডাংগা হাইস্কুল মাঠে(বিজিবি ক্যাম্প সংলগ্ন) চ’ড়ান্ত র্স্বণকাপ ফুটবল টূর্ণামেন্ট খেলায় পঞ্চানন্দপুর ফুটবল দল ও সন্তোষপুর ফুটবল দল অংশ গ্রহণ করে। উভয় দলে মোট ১১জন করে খেলোয়াড় খেলায় অংশ গ্রহণ করেন। ৩০ মিনিট করে ৬০ মিনিটের এ খেলার প্রধান পরিচালক ছিলেন শামীম খান সহকারী ছিলেন ওয়াহেদুল ইসলাম ও আনিসুর রহমান। খেলার প্রথম ৩০ মিনিটের সময় সন্তোষপুর ফুটবল দল পঞ্চানন্দপুর ফুটবল দলকে ১ গোল করে। পরের ৩০ মিনিটের সময় সন্তোষপুর ফুটবল দল তুচ্ছ ঘটনার সুষ্টি করে খেলায় অনুপস্থিত হলে কমিটি ও খেলা পরিচালক নিয়মানুযায়ী পঞ্চানন্দপুর ফুটবল দলকে ওয়াক ওভার পদ্ধতিতে খেলিয়ে বিজয়ী ঘোষণা করেন। ফলে শ্রেষ্ঠ শিরোপাটি পঞ্চানন্দপুর দখলে নেয়। ফুটবল খেলার আয়োজক কমিটির সভাপতি অধ্রাপক রাব্বুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, চাঁপাই এ্যাগ্রো ফুড কোঃ লিঃ এর ব্যবস।থাপনা পরিচালক গোলাম মোহম্মদ ফিটু, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান অধ্রাপক আনোয়ারুল ইসলাম, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, অফিসার ইনর্চাজ ফাছিরউদ্দিন, ঝেলা আ’লীগ সহ সভাপতি আব্দুল খালেক, ভোলাহাট উপজেলা আ’লীগ সিনিয়ার সহসভাপতি ইয়াসিন আলী শাহ।