মোঃমনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর পুলিশ ফাড়ির (টাইপ-২) ছয়তলা ফাউন্ডেশনের দুইতলা ভবনের শুভ উদ্বোধন করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। বৃহস্পতিবার বিকাল ৫টায় শহরের ফায়ার সার্ভিস মোড়ের নতুন পুলিশ ফাড়ি প্রাঙ্গনে ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিল্পমন্ত্রী ভবন উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন।এ সময় তাকে পুলিশের পক্ষ থেকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো:হামিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহাঙ্গির আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড.খান সাইফুল্লাহ পনির, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর বাবু তরুন কর্মকার, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার,ঝালকাঠি সদর থানা অফিসার্স ইন চার্জ সোনিত কুমার গাইন,ঝালকাঠি গণপুর্ত নির্বাহী প্রকৌশলী ও জেলা উপজেলা আ,লীগের নেতৃবৃন্দ্র প্রমুখ। সুত্র জানায়, প্রায় ২ কোটি ৬১লাখ টাকা ব্যায়ে ঝালকাঠি সদর পুলিশ ফাড়ির ছয়তলা ফাউন্ডেশনের নতুন এই দুই তলা ভবন নির্মিত হয়েছে।