ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এলক্ষ্যে উপজেলা বিএনপি আয়োজিত তাদের কার্যালয়ে শনিবার সকাল ১১টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সভাপতি সাবেক চেয়ারম্যান মাহাতাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক, ভোলাহাট উপজেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু, সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আল-হেলাল, সাংগঠনিক সম্পাদক কাওশারুল ইসলাম রঞ্জু, কোষাধ্যক্ষ কামাল উদ্দিন, দপ্তর সম্পাদক আব্দুল মালেক, বিএনপি সদস্য আলাউদ্দিন ঠিকাদার। ছাত্রদলের সাধারণ সম্পাদক কায়সার আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন, যুবদলের সাধারণ সম্পাদক মুনসুর আলী, সাংগঠনিক সম্পাদক লাল দেওয়ান, ছাত্রদলের সভাপতি সেলিম রেজা, সাবেক মেম্বার সাদিকুল ইসলাম, তরিকুল ইসলামসহ অন্যরা। আলোচনা শেষে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, পেশ ইমাম আব্দুস সালাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন