ঝালকাঠি প্রতিনিধি॥
ঝালকাঠি-২ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এম এ কুদ্দুস খানের অফিস উদ্বোধনী অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি মারামারির ঘটনা ঘটেছে। এক পর্যায় উত্তেজনা থামাতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। শুক্রবার সন্ধায় ঝালকাঠি শহরের পোষ্ট অফিস রোডে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা জাতীয় পার্টির অফিস উদ্বোধনে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে তবারক বিতরনে কৌশল অবলম্বন করতে গিয়ে এ উত্তেজনার সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের সংসদ সদস্য প্রার্থী এম এ কুদ্দুস খান। মিলাদ শেষে মাইকে আ¤্রর্িিত মিষ্টান্ন বিতরনের খবর প্রচার করে লোকজন ও নেতাকর্মীদের উপিস্থিতি কমানো হয়। পরে বিরানীর প্যাকেট বিতরন শুরু হলে নেতা-কর্মী ও উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায় এই উত্তেজনা হাতাহাতি ও মারামারিতে রুপ নেয়। ফলে অনেকেই তবারক না নিয়েই খালি হাতে ফিরে যান।
এদিকে মিলাদে উপস্থিত একাধিক সাধারন মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, যিনি এমপি নির্বাচিত হবার আগেই প্রতারনার আশ্রয় নিলেন, তিনি এমপি হলে তার দ্বারা এলাকাবাসী কি আশা করতে পারে।
এ বিষয় জানতে চাইলে জাতীয় যুব সংহতির জেলা আহবায়ক সৈয়দ আবু শহীদ বলেন, অনুষ্ঠান স্থলে পাগল ঢুকে পড়ায় তাকে বের করতে গিয়ে কিছুটা বিশৃংখলার সৃষ্টি হয়। তবারক বিতরনে বহিরাগত লোকজনের উপস্থিতি কমানোর জন্য কৌশল হিসেবে মাইকে আ¤্রর্িিত মিষ্টান্ন বিতরনের কথা প্রচার করা হয়।