কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, দেশের অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনের জন্য বিদ্যমান ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধন আরো দৃঢ় করতে সকল ধর্মের লোকদের প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, একতা ও ধর্মনিরপেক্ষতার প্রতি দেশের মানুষের দৃঢ় আস্থা রয়েছে। বাংলাদেশ সা¤প্রদায়িক স¤প্রীতির দেশ। সমাজ থেকে অন্যায়-অত্যাচার, নিপীড়ন ও হানাহানি দূর করে মানুষে মানুষে ভালবাসা ও স¤প্রীতির বন্ধন গড়ে তোলাই শ্রীকৃষ্ণের মূল সাধনা। তিনি বলেন, কুরুক্ষেত্রের যুদ্ধে যে সব দস্যুদের হত্যা করা হয় আর সেই হত্যার একমাত্র নায়ক ছিলেন ভগবান শ্রী কৃষ্ণ। দস্যুদের হত্যার একমাত্র উদ্দেশ্য ছিল রাজ্য থেকে শত্রুদের বিতাড়িত করা। আমাদের উচিৎ সকল ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ প্রদর্শন করে ধর্ম পালন করা এবং সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে ধর্মের প্রতি সহানুভূতি দেখানো।
তিনি ২ সেপ্টেম্বর দিনাজপুর জেলার কাহারোল উপজেলার জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ আয়োজিত মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উদ্যাপন উপলক্ষ্যে এক বর্নাঢ্য শোভাযাত্রা শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। দিনাজপুর জেলার কাহারোল উপজেলা জন্মষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি ও রসুলপুর ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্রের সভাপতিত্বে কাহারোল থানা কেন্দ্রীয় হরি মন্দির মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ, উপজেলা আ’লীগের সভাপতি এ,কে,এম ফারুক, জেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সিভিল সার্জন ডা. মোঃ আব্দুল করিম। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলী, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো. হাফিজুল ইসলাম চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাজেন্দ্র দেবনাথ, কাহারোল রাধা গোবিন্দ জিউ’র মন্দির (ইস্কন) এর অধ্যক্ষ পরেশ ব্রক্ষাচারী দাসাধিকারী, সাধারণ সম্পাদক চন্দন কুমার দাসাধিকারী, ডাবোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সত্যজিৎ রায়, তাড়গাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান বাবুল, উপজেলা জন্মাষ্টামী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সুকুমার রায় সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষ্ণ ভক্তবৃন্দ বক্তৃতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন