রাজারহাট সংবাদদাতাঃ
আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সূবর্ণা নদীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামের প্রেসক্লাব রাজারহাটে বৃহস্পতিবার সকালে সাংবাদিকরা মানববন্ধন সমাবেশ করেছে। প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানব বন্ধন সমাবেশে আনন্দ টিভির রাজারহাট উপজেলা প্রতিনিধি লুৎফর রহমান আঁশুর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি বাংলা টিভির এস এ বাবলু, সাধারণ সম্পাদক এস এ টিভির রফিকুল ইসলাম, যায়যায়দিনের প্রহলাদ মন্ডল সৈকত, আইএনবির এম আজিজুল হক, ইত্তেফাকের আলতাফ হোসেন সরকার, শিক্ষা ডট কমের প্রভাষক এনামুল হক, যুগান্তরের এনামুল হক, আসাদুজ্জামান রতন ও তৌহিদুর রহমান ব্যাপারী প্রমূখ। বক্তারা অবিলম্বে সুবর্ণ নদীর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।