নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা:
নাগেশ্বরীতে গাঁজাসহ ১ জনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। নাগেশ্বরী থানার এস.আই অলেশ্বর চন্দ্র শীল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর পৌনে ৫ টায় তিনি উপজেলার পশ্চিম রামখানা গোয়ালটারী গ্রামে অভিযান চালান। এসময় ওই এলাকার করিম উল্লার ছেলে শফিকুল ইসলাম (৩৫) কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে মাদক আইনে মামলা দিয়ে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।