মসরেম উদ্দিন,নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা:
নাগেশ্বরীতে চাকুরী জাতীয় করণের দাবীতে মানববন্ধন করেছে বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বেসরকারী প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে মঙ্গলবার সকাল ১১ টায় নাগেশ্বরী বাসষ্ট্যান্ডে কেবি সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করেন জাতীয় করণ থেকে বাদপড়া প্রাথমিক বিদ্যালয়ের বেতন ভাতা বঞ্চিত শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা। বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বেসরকারী শিক্ষক সমিতির সভাপতি আল আমীন, ফুলবাড়ী উপজেলা সভাপতি মহসিন আলী, নাগেশ্বরী উপজেলা সভাপতি আবু বকর সিদ্দিক, প্রধান শিক্ষক আবুল হাসনাত, মরিয়ম বেগম প্রমুখ।