ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা ঃ
ভূরুঙ্গামারীর সোনাহাটে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ৭ জন ছাত্র আহত হয়েছে। গতকাল বুধবার ভূরুঙ্গামারীর সোনাহাট উচ্চ বিদ্যালয় মাঠে স্বাগতিক সোনাহাট উচ্চ বিদ্যালয় ও ভূরুঙ্গামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে খেলা পরিচালকের একটি বিতর্কিত সিদ্ধান্তের কারনে উভয় দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতি পক্ষের আঘাতে খেলা দেখতে যাওয়া ভূরুঙ্গামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র মেহেদী হাসান মিরাজ (১৫), শাকিল (১৫) মেহেদী হাসান (১৪) এবং অষ্টম শ্রেণীর ছাত্র রিফাত (১৬), সৈকত (১৬) , জয় বিশ^াস (১৬) ও আকাশ (১৫) গুরুতর জখম হয় । এরা ভূরুঙ্গামারী হসপাতালে ভর্তি রয়েছে।সোনাহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন থানায় জানালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য উপজেলার গ্রীস্মকালিন স্কুল ও মাদরাসার ক্রিড়া প্রতিযোগিতা ছেলেদের খেলা ঐবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন