শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্দ্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজ মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে এ খেলার উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি।
শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শিকদার মোশারফ হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহম্মেদ, শৈলকুপা উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্ল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরীন লিপি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকু, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা দল এই টুর্ণামেন্টে অংশগ্রহন করছে। উদ্বোধনী খেলায় ৬টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে সকাল ১০টার খেলায় ৯নং মনোহরপুর ইউনিয়নকে ২-১ গোলে পরাজিত করে ১৫ নং ফুলহরি ইউনিয়ন বিজয়ী হয়। দুপুর ২টার খেলায় ৬নং সারুটিয়া ইউনিয়নকে ২-১ গোলে পরাজিত করে ৭নং হাকিমপুর ইউনিয়ন বিজয়ী হয়। বিকাল ৪ টায় তৃতীয় ম্যাচের খেলায় টাইব্রেকারে ১-০ গোলে ২ নং মির্জাপুর ইউনিয়নকে পরাজিত করে ১ নং ত্রিবেনী ইউনিয়ন দল বিজয়ী হয়।