রফিকুল ইসলাম কচাকাটা অফিসঃ
কচাকাটায় রেশনের চালবাহী ট্রাক্টর উল্টে পানিতে পরায় ৩২৫ বস্তা চাউল পানির ডুবেছে। পরে স্হানীয়দের সহযোগীতায় চাউল ভর্তি বস্তাগুলো পানি থেকে তুললেও তা দীর্ঘক্ষণ পানিতে থাকায় একদম ফুলে উঠেছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় উদ্ধারকৃত চাউলগুলো সময়মত সঠিক তাপমাত্রায় শুকাতে না পারলে সম্পূর্ণরুপে নষ্ট হয়ে যাবে- আর এতে আর্থিকভাবে দুইলক্ষ ত্রিশ হাজার টাকার ক্ষতি হবে বলে এমনটি জানিয়েছেন রেশনের চাউল বিতরণকারী প্রতিষ্ঠান ৩নং ওয়ার্ডের স্বপ্না ট্রেডার্সের পরিচালক আব্দুল্লাহ আল মমিন সরকার। আর এ ঘটনাটি ঘটেছে- প্রস্তাবিত কচাকাটা উপজেলার ১৫নং কচাকাটা ইউনিয়নে ৪নং ওয়ার্ডের রুহুল মেম্বারের বাড়ি সংলগ্ন কুড়ার পাড়ে। সরেজমিনে গিয়ে জানা যায়- গত ০৯/০৯/০১৮ ইং গোডাউন থেকে চাউল নিয়ে ফেরার পথে রুহুল মেম্বারের বাড়ি সংলগ্ন কুড়ার উপর রাস্তাটি সংকুচিত থাকায় সেই পথে আসা মালবাহী ট্রাক্টরটি ওভার লোড নেয়ায় চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে গাড়িটি মাল সহ রাত ৯ টা ৩০ মিনিটে পাশেই পানি ভর্তি খাদে পড়ে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন