ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি রাজাপুরের শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হায়দারসহ ৫ নেতা-কর্মীকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো উপজেলার বামনকাঠি গ্রামের আলী আহম্মেদ তালুকদারের ছেলে ও ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ নাজমুল হুদা (চমন) তালুকদার (৩৫), বড় কৈবর্তখালী গ্রামের মৃত আশ্রাব আলী সিকদারের ছেলে ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম চুন্নু (৫২), সাংগর গ্রামের মৃত নুরুল হক মৃধার ছেলে মোঃ বাবুল মৃধা (৫০) ও চাড়াখালী গ্রামের মোঃ ইব্রাহীম ফরাজীর ছেলে মোঃ সাদ্দাম হোসেন ফরাজী। রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, তারা আইন শৃংখলা অবনতি করতে পারে এমন সন্দেহে তাদেরকে আটককরা হয়।