ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫কুড়িগ্রাম-১আসনে আওয়ামীলীগ প্রার্থী মনোনয়ন প্রদানের দাবীতে পথসভা,র‌্যালী ও মটর সাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দুপুর ২টায় ভূরুঙ্গামারী সরকারী হাই স্কুল মাঠে উপজেলা আওয়ামীলী স্বাধীনতা প্রজন্ম লীগের উদ্যোগে এক বিশাল র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাই স্কুল মাঠে পথ সভা অনুষ্ঠিত হয়। পথসভায় সংগঠনের সভাপতি মোঃ তারিফুল ইসলাম স্বাধীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাধীনতা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মোঃ জি.এম হোসেন রবিন,সিনিয়র সভাপতি আতিকুর রহমান রাজু,উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মঈন উদ্দিন খোকন,যুবলীগ নেতা মাহবুবুল আলম রিমন,মনজুরুল আলম বিএসসি,প্রমুখ। বক্তারা জানান,দীর্ঘদিন থেকে মহাজোটের কারনে এই আসনে আওয়ামীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী না থাকায় এলাকার উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। এলাকার উন্নয়ন ও জীবন যাত্রার মান উন্নয়নে আওয়ামীলীগের কোন বিকল্প নেই । উন্নয়নের রোল মডেল,বিশ্ব মানবতার মাতা,প্রধান মন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধাভাজন চাচা,বীর মুক্তিযোদ্ধা,কুড়িগ্রাম জেলার সাবেক গভর্ণর ও সাংসদ মরহুম শামসুল হক চৌধুরীর পুত্র এবং বাংলাদেশ ছাত্র লীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের পিতা,উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী খোকনকে কুড়িগ্রাম-১ আসনের আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য পদে মনোনয়ন প্রদানের দাবী জানান। পরে প্রায় ৫ শতাধিক মটর সাইকেল বহর নিয়ে ভূরুঙ্গামারী থেকে নাগেশ্বরী উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়কে শো ডাউন করে। অনুষ্ঠাটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগের সিনিয়র সহঃ সভাপতি মোঃ আবু মোতালেব শাহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন