কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি: ৭.১০.১৮
কচাকাটায় স্বামী পরিত্যক্তা এক গৃহবুধু গণধর্ষণের শিকার হয়েছে। এ অভিযোগে একজনকে আটক করেছে এবং ধর্ষণের শিকার ওই গৃহবধুকেও হেফাজতে নিয়েছে কচাকাটা থানা পুলিশ।
পুলিশ জানায়, গেল শনিবার সন্ধায় থানার বলদিয়া ইউনিয়নের উত্তর বলদিয়া গ্রামের আছমত আলীর মেয়ে স্বামী পরিত্যক্তা গৃহবধুকে একই ইউনিয়নের রাঙ্গালীরকুটি গ্রামের আব্দুল মালেক, বাবু বাহাদুর,পাগলা,লিটনসহ আরেও কয়েকজন যুবক মোবাইল ফোনে ডেকে এনে রাতভর ধর্ষণ করে। এসময় ধর্ষণকারীরা ওই গৃহবধুর পড়নের কাপড় এবং মোবাইল ফোন সব নিয়ে সটকে পড়ে। পরে তার চিৎকার গ্রামবাসীরা তাকে উদ্ধার করে এবং বাহাদুর নামের একজনকে আটক করে। এসময় পাশের বাড়ি থেকে কাপড় এনে ওই গৃহবধুর লজ্জা নিবারণ করা হয়। সকালে খবর পেয়ে কচাকাটা থানার এসআই সহিদ ওই গৃহবধুকে উদ্ধার এবং বাহাদুরকে আটক করে থানায় নিয়ে যায়।
কচাকাটা থানার অফিসার্স ইনচার্জ ফারুখ খলিল জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।