ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
ভূরুঙ্গামারীতে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে দরিদ্র হিন্দু ধর্মালম্বীদের মধ্যে উপজেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোাকন ১৫০ জন দুস্থ হিন্দু ধর্মালম্বীদের মধ্যে চাল,ডাল,তেল ও লবন বিতরণ করেন। এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার ফিজানুর রহমান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের সহায়তায় উপজেলা পরিষদ এসকল ত্রাণ বিতরণ করেন।