রবিউল আলম লিটন,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) স্টাফ রিপোর্টার ঃ
পরিবহন সংগঠনের বাধার কারনে দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস সার্ভিস। বিভাগীয় শহর রংপুরের সাথে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সরাসরি বাস সার্ভিস বন্ধ থাকায় ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার কয়েক লাখ মানুষকে দিনের পর দিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এতে সময় ও অর্থের অপচয় হচ্ছে।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ, বেগম রোকেয়া মহিলা কলেজ, পলিটেকনিক্যাল কলেজ, রংপুর মডেল কলেজ ও রংপুর মেডিক্যাল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত দুই উপজেলার শতশত ছাত্র-ছাত্রী রংপুর যাতায়াত করে। রংপুরে বিভাগীয় কার্যক্রম চালু হওয়ায় উপজেলা দু’টির বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক কাজের জন্য রংপুর যাতায়াত করতে হয়। উন্নত চিকিৎসা জন্য ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার বিশাল জনগোষ্ঠীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রংপুরের বিভিন্ন ক্লিনিকে যাতায়াত করতে হয়। সোনাহাট স্থলবন্দর চালু হওয়ায় দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা রংপুর হয়ে ভূরুঙ্গামারী আসা-যাওয়া করেন। এছাড়াও বিভিন্ন প্রয়োজনে দুই উপজেলার মানুষকে রংপুর যাতায়াত করতে হয়। মেইল বাস সার্ভিস বন্ধ থাকায় বাস পরিবর্তন করে যাতায়াত করাতে দুই উপজেলার হাজার হাজার মানুষের প্রচুর সময় নষ্ট হয়। অপরদিকে সময় বাঁচাতে বাস ভাড়ার অধিক অর্থ ব্যয় করতে হয় ওইসব মানুষকে।
মেইল বাস চলাচলের পক্ষে ২০১০ সালের ফেব্রুয়ারী মাসে কুড়িগ্রাম সহকারী জজ আদালতে একটি মামলা হয়েছিল। যার নম্বর-২৪৩/১০। সেই মামলায় আদালত মেইল বাস চলাচলের পক্ষে আদেশ দিয়ে ছিলেন।
কারমাইকেল কলেজের ছাত্রী সাদিয়া সুলতানা জানান, মেইল বাস বন্ধ থাকায় বাস পরিবর্তন করে যাতায়াত করতে হয়, এতে সময় বেশি লাগে এবং মালপত্র আনা-নেয়ার ক্ষেত্রে ভোগান্তির শিকার হতে হয়।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক রোগীর আত্মীয় জানান, মাইক্রোবাসগুলো দুপুরের মধ্যেই ভূরুঙ্গামারী ছেড়ে যায়, এরপর রোগীকে চিকিৎসার জন্য রংপুর নিতে চাইলে এ্যাম্বুলেন্স বা মাইক্রোবাস রিজার্ভ নিতে হয় যা নি¤œ আয়ের মানুষের জন্য অত্যন্ত কষ্টকর।
কুড়িগ্রাম জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি খাইরুল আলম বলেন, কুড়িগ্রাম সহকারী জজ আদালত ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস চলাচলের আদেশ দিয়েছেন। সেই সাথে ভূরুঙ্গামারী-রংপুর চলাচল করা মেইল বাস আটক না করার নির্দেশ দিয়েছেন। একটি পক্ষ আদালতের আদেশ না মেনে নিজেদের স্বার্থে পেশী শক্তির বলে মেইল বাস সার্ভিস বন্ধ করে রেখেছে। কুড়িগ্রাম বাদ দিয়ে ফুলবাড়ী উপজেলা হয়ে লালমনিরহাট দিয়ে রংপুর পর্যন্ত মেইল বাস সার্ভিস চালুর বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ফুলবাড়ী শহরের ভিতর দিয়ে বাস চলাচল করতে দিতে চায় না সেখানকার পুলিশ। ভূরুঙ্গামারী থেকে ১ম ধরলা সেতু হয়ে কুড়িগ্রাম দিয়ে রংপুর পর্যন্ত মেইল বাস সার্ভিস পুনরায় চালু হলে ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার লাখো মানুষের যাতায়াতের ভোগান্তি লাঘব হবে। অপর দিকে ফুলবাড়ী দিয়ে ২য় ধরলা সেতু দিয়ে লালমনিরহাট হয়ে রংপুর পর্যন্ত মেইল বাস সার্ভিস চালু করা গেলে ভূরুঙ্গামারী, নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলার মানুষ সহজেই রংপুর যাতায়াত করতে পারবে।
সেবার নামে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর জিম্মিদশা থেকে দ্রুত মুক্তি পেতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দেখতে চান ভোগান্তির শিকার দুই উপজেলার মানুষ।