ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
সোনাহাট স্থলবন্দর ট্রাক বন্দোবস্তকারী সমিতির তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সমিতির কার্যালয়ে তৃতীয় বর্ষপুর্তি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গসোনাহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান মন্ডল। , সমিতির সভাপতি ডাঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম লিটন যুবলীগের সভাপতি মঞ্জুরুল আলম বিএসসি ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু প্রমুখ। আলোচনা সভায় ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে ট্রাক বন্দোবস্তকারী সমিতির সকল সদস্যরা উপস্থিত ছিলেন। পরে অন্যান্য বছরের ন্যায় ৬১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা বার্ষিক বনভোজনে অংশ নেয়। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ খন্দকার।