ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে ভারতীয় পাথর বোঝাই ট্রাক উল্টে ইউসুফ আলী নামে এক পাথর শ্রমিক নিহত ও ৫ জন শ্রমিক মারাত্মক আহত হয়েছে। আহতরা শ্রমিকরা হলেন উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ময়নাতলা গ্রামের জহুরুল হক (৪৬),শহর আলী(৩৬),মহর আলী(৩৯),বানুরকুটি গ্রামের দুলাল হোসেন)২৮) ও শরিফুল ইসলাম। আহতরা ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ জানায় গতকাল সন্ধ্যা ৬ টায় একটি ভারতীয় পাথর বোঝাই ট্রাক স্থল বন্দরে আসলে ৭/৮ জন শ্রমিক ট্রাকটিতে উঠে পড়ে। ট্রাকটি পাথর আনলোডের স্থানে যাওয়ার সময় রাস্তা থেকে কাত হয়ে উল্টে যায়। এতে ট্রাকে থাকা শ্রমিকরা পাথর চাপা পড়ে। পরে তাদের উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ভোর রাতে ইউসুফ আলী নামের এক শ্রমিক মারা যায়। ইউসুফ আলী ময়নাতলা গ্রামের মৃত শামসুল হকের পুত্র। সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুল ইসলাম ও সম্পাদক আব্দুল বাতেন মিয়া জানান, সোনাহাট বিজিবি ক্যাম্প থেকে জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তাটি পাকাকরণের কাজ না করায় প্রতিবছর প্রায়ই দুঘর্টনা ঘটছে। দুর্ঘটনা রোধ কল্পে অতি দ্রুত রাস্তাটি পাকাকরনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *