ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
“হতে চাই না বিয়ের পাত্রী, হতে চাই স্কুল ছাত্রী” প্রতিপাদ্যের আলোকে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা ১০০৩ টি পরিবারকে সরকারি ও বেসরকারি সেবা নিশ্চিতকরণে জনপ্রতিনিধি সরকারি অফিসার, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও ঝুঁকিপূর্ণ শিশুর পরিবারের প্রতিনিধিকে নিয়ে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ সভাকক্ষে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম সেলিম উপপরিচালক, স্থাণীয় সরকার বিভাগ কুড়িগ্রাম। বিশেষ অতিথি হিসাবে নুরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান এবং আবদুল্লাহ আল মামুন, প্রকল্প সমন্বয়কারী, বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রজেক্ট, কুড়িগ্রাম উপস্থিত ছিলেন। এস.এইচ.এম. মাগ্ফুরুল হাসান আব্বাসী, উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা শিশু ও পরিবারকে কিভাবে সরকারি ও বেসরকারি সেবার আওতায় আনা যায় সেব্যাপারেু আলোচনা করা হয়। কর্মশালায় ১৮৫টির অধিক ঝুঁকিপূর্ণ শিশুর পরিবারকে খুব শীঘ্রই সেবার আওতায় আনতে জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরসমূহ অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন