নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:,
নাগেশ্বরীতে জুলফিকার আলী বাবু নামের একজন ওয়ারেন্টভূক্ত হত্যা মামলার আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, শনিবার সন্ধায় কালিগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জুলফিকার আলী বাবু কালিগঞ্জ ইউনিয়নের কালিগঞ্জ বাজারস্থ শওকত আলীর সন্তান। সে একই এলাকার নূরল আমিন হত্যা মামলার এজাহারভূক্ত আসামী। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্য (ওসি) জাকিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, ২০১৭ সালে ২২মে উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কালিগঞ্জ বাজারের নিকট জমিজমা সংক্রান্ত জেরে আমিনুল ইসলাম হত্যার শিকার হয়। ওই দিনই নাগেশ্বরী থানায় একটি হত্যা মামলা দ্বায়ের হয়। নাগেশ্বরী থানার মামলা নং ১২৭/১৭ তারিখ