ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে গৃহবধু হত্যায় জড়িত ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। জানাগেছে প্রায় ৬/৭ বছর পুর্বে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা (ঝাল বাজার) গ্রামের আবুল হোসেনের পুত্র লিটন মিয়া(৩০) একই গ্রামের আমির হাসনের কন্যা আল্পনা বেগম(২৫)এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে করে। বিয়ের পরে লিটনর পিতামাতা ঐ পুত্রবধুক মেনে না নিলে লিটন তার স্ত্রীকে নিয়ে পৃথক সংসার শুরু করে। পৃথক হলেও লিটনকে বিভিন্ন সময়ে আল্পনাকে তালাক দেওয়ার চাপ অব্যাহত রাখে। অবশেষে লিটন সহ পরিবারের সবাই আল্পনাকে হত্যা করার পরিকল্পনা করে লিটন ঢাকায় কাজ করার কথা বলে চলে যায়। গত ১৭ এপ্রিল রাত সাড়ে ৩টার সময় পুর্বপরিকল্পনামত ৬/৭ জন মিলে আল্পনার ঘরে প্রবেশ করে ৪ জন মিল গলাটিপে হত্যা করে। পরের দিন আল্পনা আত্মহত্যা করেছে বলে প্রচারনা চালায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। আল্পনার গলায় ও শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখে তার বড় ভাই আয়নাল হক আল্পনার স্বামী সহ ৬ জনের নামে একটি হত্যা মামলা করে যার নং ২৪.তারিখ-২২.৪.২০১৯। গত ২২ এপ্রিল রাতে ভুরুঙ্গামারী থানা পুলিশ নিহতর স্বামী লিটন(৩০),শ্বশুড় আবুল হোসেন (৬০),শ্বাশুড়ী ফজিলা বেগম(৫০) ও ফুপু শ্বাশুড়ী হামিদা বেগমকে আটক করে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা হত্যার কথা স্বীকার করে । ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, আটককৃতরা পুর্বপরিকল্পনামত হত্যা করার কথা স্বীকার করেছে। তাদের রিমান্ডের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।