স্টাফ রিপোর্টারঃ
ভূরুঙ্গামারীতে সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্য মিজানুর রহমান ব্যক্তিগত তহবীল থেকে সদস্য কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের দূঃস্থ পরিবারের ৭ জন শিশুকে নতুন পোশাক প্রদান করেছেন । পোশাক প্রাপ্তরা হলেন উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের মিলনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪জন এবং বকুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩জন শিক্ষার্থী। যার মধ্যে ২জন প্রতিবন্ধী শিশুকে সম্পৃক্ত করা হয়েছে। শিশুদের হাতে পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বলদিয়া ডিগ্রী কলেজের প্রভাষক আবু সায়েম। । অনুষ্ঠানের এ সময় আরো উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ এর বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রবিউল ইসলাম, ইউনিয়ন ফ্যাসিলিটেটর নাজমুল হক, আনছার আলী ও মোশারফ হোসেন, যুব ফোরাম সদস্য প্রমুখ। মিজানুর রহমান বলেন আমার এ ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে ৭জন শিশুর মুখে হাসি ফোটাতে পেরে আমি আনন্দিত, সমাজের সূধীজন অনুপ্রাণীত হবে এই প্রত্যাশা এবং ভবিষ্যতে এ উদ্যোগ চলমান থাকবে। ঈদে পোশাক কেনার সামর্থ নেই এমন শিশুকে পোশাক কিনে দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ। উপজেলায় সিডা ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সামর্থ উন্নয়নে কাজ করছে।