স্টাফ রিপোর্টারঃ
ভুরুঙ্গামারীতে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গ্রাম আদালতের স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সকল বিচার নিশ্চিতকরণ ও সক্রিয়করণের ২য় পর্যায় প্রকল্পে দশ ইউনিয়নের কমিটির সদস্যদের অংশ গ্রহণে এ গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার উপজেলা হলরুমে ইকো -সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন এর বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসীর সভাপত্তিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাসুদুর রহমান,ভাইচ চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, শাহানারা বেগম মীরা,ইউ’পি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার,ইএসডিও রনজিৎ কুমার প্রমুখ।