নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের আহম্মদপুরে ট্রাক চাপায় আব্দুল গফুর সেখ (৬৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ সময় ইদ্রিস আলী (৫০) নামে এক লেবু চাষী (কৃষক) আহত হয়। সোমবার সকাল ৯টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার আহম্মদপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত গফুর সেখ সদর উপজেলার হালসা ইউনিয়নের বাগরোম গ্রামের মিছির আলী প্রামানিকের ছেলে ও আহত ইদ্রিস আলী একই গ্রামের রহমত আলীর ছেলে। আহত ইদ্রিস আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ এসআই মোজাম্মেল হক জানান, সকালে লেবুর বস্তা সহ লেবু চাষী ইদ্রিসকে নিয়ে ভ্যানচালক গফুর সেখ আহম্মদপুর বাজারে যাচ্ছিলেন। পথে বনপাড়া থেকে নাটোরগামী একটি ট্রাক তার ভ্যানকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।