ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় আঃসালাম (৪৩) নামের এক ট্রলি চালক নিহত হয়েছে। নিহত সালাম উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামের রহিম উদ্দিনের ছেলে। জানাগেছে বৃহঃবার সকাল ১০ টায় উপজেলার জয়মনির হাট এলাকা থেকে ট্রলি ভর্তি ইট নিয়ে ভুরুঙ্গামারী ফিরছিলেন । তার সামনে নবী উল্লাহ (৩০) নামের এক ব্যক্তি মটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন । তারা উভয়েই আর ডি আর এস অফিসের সামনে পৌছলে অপর দিক থেকে আসা একটি খালি ট্রলি মোটর সাইকেল আরোহী নবীউল্লাহকে ধাক্কা দিলে সে মাটিতে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। মোটর সাইকেল আরোহীকে বাচাঁতে ট্রলি চালক আঃ সালাম হার্ড ব্রেক করলে তিনি ট্রলি থেকে ছিটকে পড়ে ঘটনা স্থলেই মারা যান। স্থানীয় এলাকাবাসি তাদেক উদ্ধার করে ভুর“ঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিডিৎসক সালাম কে মৃত ঘোষনা করেন। অপর দিকে মটর সাইকেল চালক নবী উল্লার অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ভুরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।